সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুনোহাঁস

বুনোহাঁস                           রুদ্র ম আল-আমিন শব্দেরা আসে যায় নিয়মের কাঁচাপাকা চুল ফিকে করে, তবু যেন ইহা কাশফুলে শিশিরে শব্দ পতন বহে।  মনে হয় যেন হাজার বছর পর আবার এলো সে এইখানে এইখানে। নরম ঘাসে পা রাখে একজোড়া বুনোহাঁস সেইক্ষণে তপ্ত বালুতেও  ফিটটি-ফিটটি ফিটটি বলে ডাকে কেউবা আবার। কৃপণের ধন সোনা রোদে হেসে চিকচিক করিতেছে তবে দেখিলেই মনে হয় ভূতেদের বাড়ি তার থেকে একটু দুরে। শৈবাল নিংড়ায়ে় ধরি মাছ,  মাথার উপরে গাংচিল তখন অনায়াসে ঘুরে ফেরে। গোধূলি কালে গরুদের পাল হেটে যায় ব'লে  রাখালেরে দেখি লম্বা পা ফেলে ছুটে চলে তাহাদের চেনা পথে। এইসব বসুধা দেখিতেছে ব'লে, তবু আপনার মনে তাহারে বলি আমি কি আর আসিব ফিরি?   January 30.2021

উষ্ণতায়

উষ্ণতায়        রুদ্র ম আল-আমিন আধপোঁড়া ঘর গোয়ালের গরু সবকিছু ধুয়ে-মুছে  কর সাফ তবুও না জানি কত কাজ পড়িয়া থাকে তোমার উঠোনের বাঁকে। আন্ধার রাইতে জড়ায়ে ধরি,তবুও মনে হয়,  এখনো লেগে আছে গুবরের গন্ধ তোমার নাকে মুখোজুড়ে। উষ্ণতায় ভরে ওঠা শরীর লয়ে তবু বলিতে থাকো এই রে তাড়াতাড়ি ছাড়ো, মিঠে আলু হেঁসেলে পুড়ে ছাই হয়ে গেল তবে। তত্ত্ব দেহ পুড়ে ছাই হয়ে যায, তবু মিঠে আলুর গন্ধ লেগে থাকে রোজই তোমার নাকে মুখে। ঘরে ফিরিবারকালে যখন শুনিতে পাও অনাথ শিশুটির কান্না নরম বুকে মাথা নোয়ায়ে বলতে থাকো, মাইয়া মানুষ মানুষের জাত নয়, অমন দুধের বাচ্চা রাইখা যায় কেমনে তারা অন্যের হাত ধরে? তার কথা শুনি, মগজের সুক্ষ তার কাটতে থাকে একে একে তবে। নরম বুকে কান্দিয়া কয় আমাদের ছেলে পুলে এইসব দেখে কি করে মানুষ হবে? January 27.2021

পাখনাজোড়া

পাখনাজোড়া রুদ্র ম আল-আমিন পশ্চিমের সূর্য হেলান দিয়েছে উত্তরে                       যেন ঠিক তোমারই মতোন, তুমি ভাবো সারসের দল চলিয়া যা'বে উত্তরে।  মেঘের ভেলায় কে-না চড়িতে চায় বলো                     আমি চড়িলেই মন্দ  বলো। আমি বুঝি না, কেন তুমি আমি নই,                          আমিও তুমি নও।   ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছে পাখনা জোড়া  হিমেল হাওয়ায়,                 তবু বলো উত্তরে চলো উত্তরে।  মেঘেদের লুকোচুরি আর আমি দেখি, চাঁদ সূর্যি খেলিতেছে নতুন কুঁড়ি।                 তুমি বল ওসব বরফে ঢাকা,  আমি দেখি দু-দু-দু বালি, তবে কি আমি মিথ্যে মিথ্যে বলি?  লোকে বলে উত্তরে হিমালয়, আমি বলি  কেন তবে পাখনা জোড়া হিমেল হয়।    মর্ত ছুঁয়েছে গগন,আমি ছুঁলে দোষ কি?                         লোকে যা বলে বলুক না-  পশ্চিমের সূর্য উত্তরে যায় আমি গেলে কার কি?                          আমি তো আর তুমি নই ভেসে যাচ্ছি আমি ভেসে যাচ্ছি মেঘের হাওয়ায় শুধুই লুকোচুরী খেলিবার।                      প্রিয়! আমি কি মন্দ সবার।  January 25.2021

চোঁখগুলো লাল

চোঁখগুলো লাল                  রুদ্র ম আল-আমিন তোমার শরীরেও বিদঘুটে গন্ধ, চুলগুলোও এলোমেলো,  চোঁখ দুটো লাল টকটকে ,আজ কেমন যেন লাগছে তোমায়। এই তো একটু আগে মীরা এসেছিলো, মাত্র অল্পসময়ে তাঁর চোখ দুটোও লাল টকটকে হয়ে গেল। আমরা কি এমন করি? যে আমাদের চোখগুলো লাল হয়ে যায়,  আর হঠাৎই বদলে যায় আমাদের শরীরের রং। আমার খুব হিংসে হয় কারণ ও আসে আর তুমি ওখানে যাও, আমরা কি এমন করি, যা বলি না কারো কাছেই কেউ।  আসবার সময় কহিল,তোমায় না দেখে থাকতে পারিনা। বলল দিদি কোথায়?  আমি বললাম বাইরে গেছে, এই তো আসবার সময় হয়েছে,  ততক্ষণে আমার জন্য এককাপ চাও বানাতে পারো।  বলল,ভীরু!  আমি আজ দিদি হতে চাই---- এই আমি দিদির বিছানায়,এবার তো আমায় দিদির মত লাগছে!  আমার আর কিচ্ছু বলবার ছিলনা,কারন আমি তখন ক্লান্ত। ও আমায় বলল, দিদি বাড়ি ফিরলে তুমিও দেখো,সেও আজ ক্লান্ত, আফসোস করিও না---  কারণ তোমার কাছে ও কিচ্ছু চায় না।  যা কিছু আমি চাই, যা কিছু আমি তোমার থেকে পাই। ভীরু! মনে কর,মনে রেখো দিদিও হয়তো তাই। January 24.2021

তোমার জন্য চিঠি ---- রুদ্র ম আল-আমিন