সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফিরে দেখা ব্লগ থেকে অভিনন্দন ২০১৮

Congratulations, New Year 2018. greetings to all the friends of my " SEE BACK " blog. Contact,, blogger &Author rudromalamin1981@gmail.com

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, নতুন বছর

           " নতুন বছর"         রুদ্র ম আল-আমিন নতুন বছরে,,, পুরোনো কে বিদায় জানাই     সকলের তরে। মোরা ভাই ভাই,       আগুন্তক  দিপ্তরুপে,, ১৮ কে বরন করি     একসাথে কাঁধ মিলে। আবারো নতুন বছর হবে     কে কার কথা ক'বার রাখিবে মনে ।        কুয়াশায়    ভেসে যাবে স্মতি যে যার ঘরেতে      আলপনায় আঁকি। রঃ তুলি নিয়ে     ক্যানভাসে মূখ তুলে দেখি। আগুন্তক বলিবে হেসে হেসে    কবেকার কথা বলছো তুমি সকলের তরে। December 31.2017 Nb. মানুষ পুরোনো স্মতি কে মনে রাখতে চায় না,,,,, 

Rudro M. Al-Amin's poem FREEDOM

"freedom " ,,Rudro M. Al-Amin freedom!          Your blood drops,                     Dokhini mother's sadness is awakened.           The rifle does not cry        Tugabaga country cry,               They say, I am not a traitor?             Mother, what is the freedom  of mama? freedom!            Your blood divided into two parts,                      Azadi brokers are free,             The liberating broker,                 Grateful, grateful, granular pan           There is a room in the corner. freedom!               Melting blood on your feet, ice in the river                          I have taken away this Rajbari.                That goddess, that sits in,                 I am Goddess, I am Goddess, I am Goddess,                       I am the goddess of this mystic,                  Baksib Pujari ,,, what do they say? freedom!              You are the poison of the hayena, the slave,                      You are the master's shepherd,

রুদ্র ম আল-আমিনের কবিতা,, বালুচর

"বালুচর" ,,,,,,,,,,,,  ,রুদ্র ম আল-আমিন এই বালুচরে, বসতি ঘরে,,, কে আমায় করিছে পর? খেঁকশিয়াল আর বুনো হাঁসের পালে জড়ায়ে রয়েছি কতক কাল ধরে। বিলের ডোবায় দাড়কিনি মাছ কিলবিল করে মরে, ইহাদের পালে সাদা সারস,,, বেশ ভালো আছে দু বেলা খেয়ে। খরের চাল বেয়ে নুয়ে পরে জল নতুন বধু রং মেখে করে ঢং। মাঠের পরে মাঠ বেয়ে যায় শিশু জল ভরে গামছায় সমস্ত নারীই দু'কুল। আমায় করিছে পর, জলের ধারা নতুন বধু এখুন পুরোনো হয়েছে, দাড়কিনি মাছ এসেছে ফিরে,,, কিন্তু আমি যে এখুন পরের ঘরে,   কে আমায় করিছে পর? সমস্ত দু'কুল  ভেংগে, এখন শুধুই বালুচর। November 21.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, একটা বাউলের প্রেম

" একটা বাউলের প্রেম "        রুদ্র ম আল আমিন উদাস বাউলের প্রেম,,,,,,,, নিশিথ রাত্রীর উন্মত্ত লীলাভুমি, তোমরা তার কথা বলবে না ডোবার শৈওলায় পরে থাকা,,,,,, একটা দারকুনি মাছেদের দলে, সেখানেও কানি বকেদের গো গ্রাস। খরের গাদায় বনবিড়ালের আনাগোনা, ভাবুক শেয়াল মাচায় বসে,,,,, বেলা অবেলায় ,,,,,  তাদের মাঝে, সাদা হাসের পাল ভয়ে মরে। কালো রাত্রিবেলায়,,, লক্সম্য পেচা আর বাঘডাসার উৎপাত। এবার উদাস বাউল তামাকের  খোজে নিশিথ রাত্রিবেলায়,,, সরলার ঘরে অগ্নিতাপে একটা বেলাভুমি, বেলাভুমির সনধানে। ০৪/১০/২০১৬

রুদ্র ম আল- আমিন এর কবিতা,, সাধীন হবে

"সাধীন  হবে" ,,,,,,,,,,,,,রুদ্র ম আল-আমিন সাধীনচেতা পতাকাটা খামচে ধর,,                   দেশটা এবার সাধীন হবে। জগৎ জুড়ে ডঙকা পুটে,,          যাচছে যোয়ান,              এবার তারা দলে দলে। দেশমাতা আজ ঘুমাচ্ছে না,,           রাত্রি শেষে ভোর,                   সকাল হতেই বাজনা        শোনোঃ,,,,,                   যাচছে তারা কই। দেশের নেতা চোরের খনি,,         মন্ত্রী বেটা আস্ত গরু,পাইক গুলো সব খুনিঃ,,,        দেশটা গেছে মায়ের ভোগে,,                          কার কাছে বা বলিঃ       স্মাশান ঘাটে চিতার পাশে,          দূর্গা এবার বিসর্জনে,,,        যা নির্মলা যা,,,,,যা নির্মলা যা। December 14.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,,ব্যাস্ত শহরে

"ব্যাস্ত শহরে"        ,,,,    রুদ্র ম আল-আমিন তাঁরে দেখি এই ব্যাস্ত শহরে,,  ব্যাস্ত সময় সময় তার, ব্যাস্ত তার মন তোবুও কথা হয় দু একবার,,,।। এই শহুরে মেয়েটি,,, একদিন ভালোবেসে ডেকেছিল কাছে, ইট পাথুরে মন, সপেছিলো মোরা মোর গৃহে।। একটা সোনালী বিকেল কখুনো কাদে, যে ফিরে যায় তার ঘরে, পাথুরে মন কাদায় কি করে  মেলে।। দেখা হয়, পান্থপথের কোন এক মোড়ে সকালের কবিতা বিকেলেই গুণে ধরে গেছে, ভালবাসা ফিরে ফিরে আসে,,, "আবার কবে দেখা হবে " একটা নিরিবিলি সকাল,,, প্রাতরাশ সেড়ে চায়ের টেবিলে তখুন, সে মোরা  বলে, তার ঘর ভেংগে আলো দেব, আমি আলো দেব তোর গৃহে।। December 13.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, অভিনন্দনার শেষ চিঠি

" অভিনন্দনার শেষ চিঠি "                       রুদ্র ম আল আমিন অভিনন্দনার শেষ চিঠি,,,,,,, বিবেকের দাহন দাহ করেছে আমায়, রিক্ত হস্তে ফিরেছি যখন,, রক্ত গংগা পেরিয়ে গেছে রুদ্র বাংলার ভ্রম্যপুত্রের নীল নদে। আবার যদি ফিরে পাই তাঁরে,,, সোনালী সবুজ দিনের কথা, বলিব, বলিবো মনের যত কথা। কস্মিন  কালেও ভুলিবো না,,, শুন্য নীল বিষের  জালা, ধরার ধরনী আমায় দিয়েছে ফাকী,,, বাকীতে ক' অানা আর পাবে, যৌবনের সোনালী মোহে তুমি। আর কি আসিবে ফিরে তুমি,,,,, শুধুই শুন্য নীলবিষের পেয়ালায় তাঁরে যতন করেছি বা আমি। 25 September 2016

রুদ্র ম আল-আমিন এর কবিতা ধানসিঁড়ির পাড়ে

" ধানসিঁড়ির পারে " রুদ্র ম আল আমিন ওরা ক'জনা  কবনধ  ভালবাসা চায় হৃদয়  লনে,,,  হাজারো কথা, ধানসিঁড়ির পারে দাড়িয়ে,,,,,,,,,, একমুঠো সোনারোদ, ঝিরঝির বাতাস ছিপছিপে একটা মেয়ে,,,,,, বলেছে আমায় ঃ " আমায় নেবেন সাথে করে, আপনার সাথে " ওপারে সাদা বকের সারি,,,, কাশফুল, ঘনছাউনির কুড়েঘর, একঝাক বুনো হাস,, কথা কয়। পশচিমে আকাশ ঘন লাল রেখা, ওপারে যেতে হবে,,,,,,,, " তুমি থাকবে চিরকাল  সাথে " একটা নৌকো, একটা ছোনের ছাউনি, চিতা,,,, খুব কাছে,,,,,,, ওরা যে বকবে তোমায়  তবুও ।

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, "একটু বৃষ্টি হলে"

" একটু বৃষ্টি হলে " রুদ্র ম আল আমিন একটু বৃষ্টি হলেই,,,,,,,,,,,,,, প্রীতিলতা আমার ঘরে যেত, শরীরখানি বিলিয়ে দিয়ে,,, বলতো এবার ঃ,,,,,,,, " মা কে তুমি ডাকো " তারে প্রথম বৃষ্টিবারে দেখা সাদা ওরনায়, পাতলা গড়ন শরীরটুকু উতাল, পাতাল ঢেউ এর সাথে, শরীর খানি দুলিয়ে দিয়ে,,,,, বলতো আমায় ঃ,,,,,, " আমায় তুমি নাও না কেন "? নাকের নোলক ছিপছিপে তাঁর, হাতটি তাহার নরম কেশর,,, চুল গুলো তাঁর এলো মেলো,,,, পেছন থেকে দুহাত দিয়ে, চোখ ধরে,ছাড়তোনাতো কোবু, লাজ সরমের বালাই নেই,,,,,,,, মা,, বকতো ঃ "এত বড় মেয়ে কি করছ" ওর ঘরেতে আমি থাকুম,তা বুড়ি তা,,, কিসের আবার তোমার  সরম। ০২/০৯/২০১৬

রুদ্র ম আল- আমিন এর কবিতা,, হিজলের ফুল

" হিজলের ফুল "              রুদ্র ম আল আমিন আবার হয়তো ফিরিব তোমার পথে পায়ের কাঁটা আলগা করিও,,,, তোমার বাড়ি গেলে ।। প্রেমের  কাঁটা বিধেছে প্যান্ট  আর মোজায় কি করে তুলবে তুমি সবাইকে ফাকি দিয়ে।। ট্রাই  আর ট্রাই  নেই,,,,,সাদা জামাখানি, ধুনর,,বাদামী রংয়ে,,,,,,, ছুয়েছে কপালের তিলক,কাটা দাগেও।। সর্ষের ভুত, হিজলের ফুল,,,আনিয়াছি, তোমায় দেবো বলে ।। রাসের মেলা বসে নাকো আর, চৈত্রী  মেলায় রেশমীচুরি, আলতা কিনিবো আবার কি ফিরিব  তোমার পথে । রাত্রি দিপ্রহর হবে,,,,,, কাক ডাকা ভোর হলে হতো,কি যে করি বলো।। ২৪/০৭/২০১৬ উৎসর্গঃ,,, class friends,,, 2002

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, ক্যামেলিয়া ও চেরী

" ক্যামেলিয়া ও চেরী " রুদ্র ম আল আমিন একটা রক্ত করবী গোলাপ কিনেছি,,, জুই, চামেলী,  বকুলের ছোয়া,,,,, মানব মানবীর কথা বলে যায়। ক্যামেলিয়া ও চেরী,,,,,, আতৃার স্নিগ্ধতার অভিচছেদদ অংগ, শেফালী আমার শুধুই,,,,শুধু, হৃদয়ের  রকতখরন  করে যায়। টগর জলেই ভাসে,,,,,, সেফালী, চামেলী,  জুই রাখে কি তা মনে। ওরা হিজলের মালা পরে না গলে,,, বকুলের ছোয়া  চায়,,,,,,। কিনতু ,  আমি যে এনেছি শিউলী,,,,,, তুমি নেবে না তোমার গলে,, ক্যামেলিয়া ও চেরীর মতোন করে প্রীতি দাস। ১৬/০৮/২০১৬

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, কথা দাও

           কথা দাও ,,,,,,,,রুদ্র ম আল-আমিন এই শহরে তোমার দেখা,,, হাজার বছর পরেও আমি,ফিরে পেতে চাই। রাত পোহালে,,,, তারার দেশে হারিয়ে যেতে,, নেইকো কোন মানা। তোবু আমি,,,,সপ্ন দেখি ভেড়ার পালে আছো তুমি,,,রাখালীনির দলে। পথের বাকে পথ হেটে যায়, দূৃর্বা বনে নথ হারায়ে,, কাঁদছো তুমি একলা মনে, ফিরে ফিরে দেখছো তুমি,আপন মানুষ পর হয়ে যে। খেকশিয়ালের তারা খেয়ে,,, ঝাপটে ধরে বুকের মাঝে যাচ্ছ তুমি যাও, আবার তবে দেখা হবে,,,এই কথাটি দাও। এবার আমি যাচছি ফিরে,, এই শহরে আমার বাড়ি,, রাত পোহালে দেখা হবে,,,একটু থেকে যাও। December 03.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,,, কথা হয়

"কথা হয়" ,     ,,, রুদ্র ম আল-আমিন কথা হয় ভোরের সূর্যদয়ের সাথে,,   কথা হয়, বৈশাখের তপ্ত বালুচরে,  এবার (বছর)না হয় থাকো তুমি পরের ঘরে। জোয়ার যখন আসিবে ফের,,,,,,,,, বুনো হাঁস দেখবে তুমি,,,, তাহাদের পরে,,, কাশফুল যেনো নরম বিছানা বিছিয়ে রেখেছে একদিন তোমার আমার দেখা হবেই হবে। কথা হয়,,,, তোমার সাথে, পাহাঢ় পেরুলাম, পর্বতের গিরিখাতে,, জনম জনম হয়তো র'য়ে যাব এই আমি। কবে দেখা হবে,,,  আবার কি দেখা হবে? কথা হয় সেই শহুরে মেয়ের সাথে,,  সে,, না,,, কি আমার হবে,, আমি বলিঃ,,, এই জন্মে আর নয়, আমি যে এখুন গিরিখাতে। November 14.2017

রুদ্র ম আল- আমিন এর কবিতা,,,, বাধবো ঘর

"বাধবো ঘর" ,,,,,  ,, রুদ্র ম আল- আমিন মেঘ বলে আয় আকাশে যাই উরে,,    তারার দেশে হারিয়ে যাব তুই আর আমি মিলে,,,,,  । বৃষ্টি বলে,আর কাঁদিস না,,, আমিতো বেশ কাঁদছি। তারা বলে,আমি যে ভোরের সূর্যপথে হাঠি,, তাই ব'লে কি,, ওদেরই পাশে এই আমি। মেঘ ছুয়ে যা,, রোদ ছুয়ে যা,, আকাশটা খুব ভালো,, গল্প হবে সকাল হলে তোবু। যাচ্ছি আমি মেঘের ভেলায়,,, যাচ্ছি আমি উরে,, সকাল হলে দেখা হবে তোবু তোমার শনেঃ রোদ বলেছে দেবে ধরা তারার দেশে যাই ইচছে হলে এসো পাশে, সঙগী হব দু'জনাতে দেখবে না তো তাই,,,,  তারার দেশে বাধবো ঘর, তাই ব'লে কি তুমিও আমার পর। November 16.2017