সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অচল পয়সা

            " অচল পয়সা "     -----রুদ্র ম আল-আমিন এই অচল পয়সায় তামাকের ডিব্বা লয়ে টানাটানি। হাট জুরে সরগরম বেহুশ লোকটা তখুন চোরের সামিল। শিক্ষিত বটে তবে বেসামাল, লোকে বলে নন্দ গোশালা চোর নয় রে। অচল পয়সা এই ভাবে কতদিন চলে? নন্দ একদিন বিরাট বড়লোক হইল পোঢ় খাওয়া ধণী আর ঋৃণীব্যাক্তিগণ এইবার নালিশ করিল সেই বাংলার হাটে চোরেরা শুনিয়া হাসিতেও অট্রহাসে। নিলামে উঠিল রাজবাড়ি বিক্রি কিন্তু জলের দরে নন্দ গোষালার অস্থির দেহটা হাপাইতে হাপাইতে রাজবাড়ির কাচারীতে হাজির তবে। রাজা নন্দ গোষালা,,, দু'দিনেই ফের ফকির হইল যবে। একদিন নন্দকে জিজ্ঞাসু হইল ক্যান ফকির হইলা ভবে নন্দ কহিল, আমি নন্দরাজা তুই ব্যাটা জিগাইবার কে-রে? ভাগ্যিস নন্দরাজা,,, সাহস হইল না কথা কহিবার তরে। জানিনা এই বাংলার হাটে কখুন কিভাবে কে-ই -বা রাজা হবে? অচল পয়সা চলিতেছে বাংলার বুকে দয়াময় এই কি তোমার অশির্বাদ তবে। January 03.2019