সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কষ্টের রং কালো

কষ্টের রং কালো ওটা এখুন,মনের গভীরে অদ্ভুত নগরের,অদ্রি মানুষ আমি যে দেখবার সে দেখে, জোর করে তো আর দেখাতে পারবো না,, আমার মধ্যি কে বসবাস করে। আমার পৌরষবোধ, আজন্মলালিত রহে, আমি দিগ্বিদিক ছুটছি,চারদিক অন্ধাকারে। তখুন আমি দুরন্ত ঘোড়ার ছোয়ারী আমায় কেউ ফেরায়নি এই সভ্য মানুষেরা আমায় করতালি দিত কিন্ত, ঐ মানুষগুলো যে কি,,,,, এখুন আমি সব বু্ঝতে পারি। December 17.2019 Rudro M Al-Amin https://rudromalamin.wordpress.com/2019/12/17/%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/

আমি যুদ্ধ চাই না, শান্তি চাই

আমি যুদ্ধ চাই না, শান্তি চাই রুদ্র ম আল-আমিন আমি যুদ্ধ চাই না, শান্তি চাই আমি আজ ষোল কোটি মানুষের মুক্তি চাই। আমি, আমার ভুখা মানুষের পাশে আজ আবার দাড়াতে চাই। ওরা তাবেদারী বোঝে না ওরা বাচার মত বাচতে চায়। এরা হায়েনা পিচাশ দেখেছে গর্জে উঠেছে বারবার,বারবার। নেতা! আর ভূল করো না,,, তোমার ছোট্র ভূলে,, দেখ দেখ দেখ, ওরা আবার রাজপথে নেমেছে বুকের তাজা রক্ত ঢেলে দিতে যাচ্ছে রাজপথ রন্জিত করে। নেতা! তুমি ওদের ফেরাও না,,,,? আমি যুদ্ধ চাই না, শান্তি চাই আমি আজ ষোল কোটি মানুষের মুক্তি চাই। ষোল কোটি মানুষের হাহাকার থেকে বলছি,, নেতা তুমি চুপ হও,, তুমি আজ দুর হও। কারন, তোমাকে আমাদের দরকার নাই। December 13.2019