সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা,রুদ্রের পথে

" রুদ্রের পথে "           রুদ্র ম আল-আমিন হঠাৎ থেমে যায় ,,,,, কেন? কেনো থেমে যায় এই পৃথিবীর দুয়ার। চিরসত্য প্রেম আমার,,,, আমার লেখনী যন্ত্র বিকল কেন? কোন উত্তর নেই এই পৃথিবীর। প্রেম তুমি কোথায়? আমার কলমের নীফে, নাকি মস্তিষ্কর  গহীন অরণ্যে নিস্তেজ প্রাণে তুমি ওখানে কেন? কেও নেই আমার, তা কি করে হয়। আমার মধ্যেও,, আরো একজন আছে, দেখেছো তুমি। ওর তোমাকে  প্রয়োজন নেই, সত্যিই হাসি পায় না,,,,,, হাসো,হাসতে থাকো প্রাণ খুলে হাসো, সময় ফিরিবে না বিবেক কে দেখেছো? তুমি তো অন্ধ, আরো একজন আছে জানো? আমার কলম তোয়াক্কা করে না, ভগবান তারই রেহাই নেই। তুমি কে? কি বলো এসব,, থামিয়ে দেবে, তোমার কি সাধ্য আছে? রুদ্র কে? তোমাকে ছাড়বে না,তুমিও তবে কেন এত এত অভিনয়, ঠিক আছে, তোমার কথাই রইল,,, কবে ফিরছো রুদ্রের মাঝে?এখনই,,,, আচছা দেখাই যাক,, তোমার পথ কোন গহীন অরণ্যে। March31.2018

poem "love photo"

"Love photo"         Rudro M. Al- A min I want your body Mind too, Because, that's mine Give me everything When will I come back again? Want soul That's mine, Will forget, if you have, Who has snatched it Love Whenever, I am all day long Love photo ,,,, It's yours too, Dear, what are you You have nothing Whatever they were, they survived me. Nothing When will it be alone The morning of tomorrow? How it is Morning is asleep, but the night's leave. But I will come to sleep in dreams with you Back to the bed again, again, Take care, love I love you very much. Dear There is nothing else about you Give me a smile, give me a smile. Your future may be a future. What if not? March 24, 2018

রুদ্র ম আল-আমিন এর কবিতা,অধরা

                " অধরা "           রুদ্র ম আল-আমিন অধরা,,, একটা নিকোটিন নেশা,,, আমায় খুজে ফেরে প্রতিদিন। আমি পালাতে চাই,,, এখুন ফিরতেও পারি না, যৌবন টগবগ করছে প্রতিক্ষণ তোমাকে  পাবার অহর্নিশ খুজি ফিরি পথে পথে পথিক, আমায় দেখেই হাসে, সে কি আসিবে ফিরে,, অধরা,,, বাবার চোখ খোলা আর মা সারাদিনই উপোস নিরিবিলি কথা বলিঃ একটা বোবা কান্না ওপারে দাড়িয়ে কাঁদে অধরা, তুমি কাঁদছো কেন? আমি যে পৌরষকাল অপেক্ষা, মানুূষ এরকমই হয় অথচ,তুমি দেখ,,, হিজলের ফুল আবার ফুটেছে  দখিনা বায়ু ব্যামো সাড়ায় আমি যে আজকাল কি ভাবি। থাক না এসব কথা, আবার তো ভোর হবে। অধরা,, ভালবাসি তোমাকে, ,তুমিও আজ থাক না এসব রাতে সাগত করা হয়নি,,, ছি-ছি-ছি---  তা কি করে হয় আবার ফিরিব আমি, তুমি দেখো কি নামে,,,, অধরা,,, একটা নাম দাও না আমায়,, শুধু সাগত জানাব,, কিচছু চাইব না তোমার কা্ছে। আমার কাছে থাকবে? ভালবাসতে পারো আর একবার,, আপন মনে, অধরা বেলতলায় ডুমুর গাছেও ফুল তুমি কত যত্ন করতে,, সকালে দুটো শালিক আজো এসেছিল জানো,, পুরুষটা খোড়া অধরা কেন এমন হয়? আমিও আমার মতোন সব কেন? কেন তোমার মত হয় ন
@. My father taught me what is not false. @.I don `t tell a lie. @. Do not bother me. @. I want you today. @. I wanted to go to you. @ I love @haryani @. I will not come to the path. @. I'm not lying. @ You can not stay in Bangladesh. @. In Wales, he has to make his words # ... I can not post a photo My problem # .. I told you to send photos to e-mail. # You do not really love me. Remember your whole life as long as I live. Because I love you. Do not you love me blogger, R.M.Al-Amin

রুদ্র ম আল-আমিন এর কবিতা,রঞ্জনার পথ

    " রঞ্জনার পথ "            রুদ্র ম আল-আমিন বহুুদিন পরে আজি দেখিলাম তাঁরে খুব ভালবাসি বলে, এখুনো দাড়ায়ে রয়েছে সুমাত্রাদীপে। ধপ করে নিভে যায়,,, ফিরে পায় কখুনো বা  আলো। একদিন এই পথ,,,, ফিকে হয়ে যেতে পারে, যেতে পারে সেও একদিন বহুদুর। অমোঘ মেঘ ডাকিছে বারেবারে একটা ঝড়ো হাওয়া বইছে কেবলই দু'জনার মনে, সকাল সন্ধা, সন্ধিক্ষনে। দহনে তখুন অবিরত বারি,, বিজনের পাখি কি নামে ডাকি, কোন বিহঙ্গিনীর ছায়াপথে অবিরত কাঁদি।। ফিরিব ফিরিব,, একদিন ফিরিব, কস্মিনকালেও ভুলিব না ভুলিব হয়তো বা এই পথটারে। ফাগুন আসিবে কুহেলিকা ডাকিবে পথে,, জোয়ারে মেঘ শীতল হবে আমি কি শীতল হতে পারি রঞ্জনা, গঞ্জনাদাত্রী আসেনি, আসিবে না আর "তুমি ভাল থেকো" পথভুলো বোকা বোকা মানুষেরা কোন পথে নিয়ে যায় মোরে,, আমি কি আর আসিব তোমার পথে। রঞ্জনা,,,,,, যদি ভুলে যাই, ধরে রাখো আরেকবার, আরএকবার অমার্জনা নয়,, রাখিব যতনে, কথা দাও, কথা দাও,, আমি জানি,, এ দীপেই হয়তো হারবে তুমি,, ছলনা নয়,জোয়ারে না,, একটা যৌবনে, যৌবনের কথা বলছি তোমায়,, চলে এসো, একদিন,,,, ফিরে আসো আমি যে প্রতিক্ষায়। March 17.201

রুদ্র ম আল-আমিন এর কবিতা মনে পড়ে সেই ভোরবেলা

            " মনে পড়ে সেই ভোরবেলা "                               রুদ্র ম আল-আমিন মনে পড়ে ,সেই ভোরবেলা, মিষ্টি মিষ্টি প্রেম, কত কথা,কত গল্প,  কত কি লিখি, তোমার কি মনে পড়ে? দূর্বাঘাসের জলে দুষ্টুমিটির ছলে শিশির ভেজা পা, আলতো ভেজা হাত আলতো ছোয়া প্রাণে। তখুন পাখিরা সবে গান শেষে ঘুরে ফেরে নীড়ে। জলের ধারা প্রাণে বহিছে কি হবে সকাল হলে তাঁর তরে। জোয়ারে মেঘ গগণ ছুয়েছে তখুন সব্ধে নামে তবু যেন পাটে। দূরগামিনী পথ হেরেছে রাত্রি বেলা খেয়া আলতো প্রাণে ঘনমেঘে বইছে ধ্রুবা খবরাখবর ছাড়া। শেষ প্রহরে রঞ্জনারে নিলেম যখন তুলে আপন মানূষ  পরমানুূষে, ডাকছে তাঁরে বেলা,। কুর্তাধারী নিলাম নামে রাখছে যারে ঘরে এই বেলাটুক থাকনা সেথা আবার সকাল হবে। লাল পরনে টিপলাগিয়ে দেখা যদি হবে ওর কথাবা নাইবা বলি শিশির মেরে আসবি কি না তটে। March 12.2018

রুদ্র ম আল-আমিন এর কবিতা একজন বলেছিলো

                       "একজন বলেছিলো"           রুদ্র ম আল-আমিন কেও একজন বলেছিলো,,,,,, লেখক চলে না কোথাও চলিবে কলম তোমার মাঠে ঘাটে তেপান্তরে আজি বুঝিয়াছি তাহা সুপ্রীতির, নয়নের জল মুছিবার তরে কেবলই ফিরেছি দারে দারে সোনালী রঙ নামের ভবিষ্যৎ পায়ে মুড়ে। বিহংগের কাঁটা কালো প্যান্ট জুড়ে কেও একজন বলেছিলো,,,, , কিচছু হবে না তোমায় দিয়ে কেটে যায় সহস্র বছর এভাবেই সংসারী হবে ভেবে, একদিন সেই ছেলেটা! পরনের সার্টখুলে কামড়ে ধরে জগৎেরে। লিখেছে ভাগ্য, করাত কলে কেটে হয় খণডবিখনড আধমরা একটা পাগল তাঁর তরে বিলিন হয়ে যায় নেশাখোর। কেও একজন বলেছিলো,,, ,, পুরোনো খাতা খুলো হালখাতা কর! ব্যাপ্ত জীবন নতুনের পথে পথে হেটে পুরোনো খাতা কি হবে ঘেটে। মাঠে ঘাটে মহিষের পাল লয়ে রাখালেরা বলেঃ দুর ব্যাটা শিক্ষিত তোর কপাল পুরি। কেও একজন বলেছিলো,বলেছিলো আমায়। march 08.2018