সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয় তুমি ভালো থেকো

"প্রিয় তুমি ভালো থেকো " তোমার এতগুলো ভূলভাবনা, আমার কাছে কখুনোই অপ্রিয় লাগেনি। কিন্ত আমার শুদ্ধগুলো, তুমি প্রতিনিয়তই মনে করতে ভূল। আমার যে'টা প্রিয়,,, তোমার কাছে তাহা কুৎসিত। কিন্ত তোমার যে'টা প্রিয়, ওটা কিন্ত একদিন  আমারও প্রিয় ছিল। কারন,আমি হয়তো, তোমায় একটু বেশীই ভালবাসতাম। সে'দিন তোমার জন্য, একটা লাল টকটকে গোলাপ কিনিলাম, যদিও ওটার দাম পঁন্চাশ। ওতে আমার চারটে সিগারেটে কেনা হয়ে যেত। তোমার হাতে রাখতেই, বললে, কালো গোলাপ তোমার খুবই প্রিয় ফুল। প্রিয় আর অপ্রিয়,,, এই খেলা,,, প্রিয়!আমাদের কবে শেষ হবে ? জানো, প্রিয় খেলাটি আর প্রিয় নাই। কারন, ওটার দাম এখুন কোটিতে ছাড়িয়ে গেছে প্রায় । এখুন, তোমার আর আমার মাঝে অনেক দুরুত্ব। হয়তো-বা, আমার কাছে তাহা পাহাঢ় সমেত। কিন্ত, তোমার কাছে তাহা কতদুর জানি না। আমার  ভূলগুলো,এখুন আর ভূল নয়, কারন, আমার শুদ্ধবাক্য গুলোও ভূল হয়ে যেতে পারে, এই ভাবনা, আমায় এখুন কুঁড়ে কুঁড়ে খায়। প্রিয়!  তুমি কিন্ত ভালো থেকো, কারন এখুন আর আমি ভাল নেই। ভাল থেকো। November 06.2019 রুদ্র ম আল-আমিন

বৃক্ষের পত্রঝরা দিনে

বৃক্ষের পত্রঝরা দিনে রুদ্র ম আল-আমিন এমনই বৃক্ষের পত্রঝরা দিনে,,, ক’টা শেফালিকা এনেছিলে আমায় দেবার তরে। তোমার নরম হাতের ছোয়া যাহা আজো ভুলিবার নহে। খোঁপায় দুলিছে তোর হিমঝুরি,তখুন আমি তাহা লয়ে কেবলই নিমগ্ন রহি। ঝিলের ধারে একখানা কুঁড়ে ঘরে আপন মনে কাটাইতাম নিজেকে বেশ করে। তোকে দেখেই সেইপ্রথম প্রেম জাগিল মনে। হঠাৎ-ই দেখি,,, শরতের কাঁশ ফুল গা ঘেষে দাড়িয়ে রহে। কাঁশফুলে, তোকে বরন করিবার তরে,,,, কাঁশের নরম ছোয়া,,, তোর কপোল বেয়ে বক্ষ ভিজিয়ে দিয়াছিলাম সেইদিন তবে। এরপর আর দেখা হয়নি তোর সাথে। শরৎ তুই আর একবার ডেকে দে না তোরই মতো করে,,,। October 06.2019 https://rudromalamin.wordpress.com/2019/10/06/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0/

তোমার অভিনয়?

তোমার অভিনয়? রুদ্র ম আল-আমিন তোমার অভিনয়, আমার দু'চোখে দু'ফোটা  জল এনে দিলো। থিয়েটারে তুমি অভিনেত্রী,আর আমি দর্শক। পুরো অডিটোরিয়াম, করতালিতে কাঁপছে, আমি নির্বোধ, হয়তো বোকাও বলতে পারো। কারন ,আমি তখুন হাঁসছি।, আমার দিকে ফ্যালফ্যালে করে তাঁকিয়ে রইলে তুমি। আমি অনুভব করি,ধ্রুবতাঁরার অনঢ় অালো, তখুন আমার শরীরে একটা শিহরণ জাগিয়ে গেল। লোকে ভাবল, এটা একটা ড্রামা। কিন্ত আমি জানি, এটা শুধু তোমার অভিনয় নয়, কিছুটা মনেরও না বলা কথা। আমার এখুন শৈশবের কথা মনে পড়ে না, কারন তোমায় নিয়ে, আমি ড্রামা লিখতেই পছন্দ করি। শৈশব লিখতে পারি, কিন্ত এখুন আর তুমি সেইসব অভিনয় করতে পারো না। আর আমারও ইচ্ছে নাই। অনুরাধা! আজকের অভিনয় আমি লিখিনি, লিখোছো তুমি, আর অভিনয় ইহাতেও  তুমি। অনুরাধা! আমায় একবার বলো, এটা ড্রামা, এটা এখানেই সমাপ্তি। November 01.2019