সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিরসত্য

তোমার নিকট যাহা মিথ্যে আমার নিকট তাহা চিরসত্যও হতে পারে। ক'বার ঠকাবে আমায় আমিতো হেরেই মহামিলন ঘটে গেল, কখুন বিচারের মুখোমুখি হবো? কবে শেষ হবে প্রহর। আলো কি আসিবে না আর ধরায় সৃষ্টি আমাকে বিবর্তনে রুপ দেয় তাঁর বেলায় নয় কেন তবে? ওপারে আকাশ, এপাড়ে রক্তের ছোপছোপ দাগ আমি কি ভুলিতে পারি তাঁরি স্মতি।

এই পাড়ে দাড়িয়ে

এই পাড়ে দাড়িয়ে,, রঙিন আলোয় ভ'রে গেছে  মন, হালকা বাতাসেই কেঁপে উঠে এলোমেলো মন। তখুন অন্ধকারে অশ্রুবিসর্জন আত্মার  ধ্রিয়মাণ ক্রন্দন জেগেছে নতুন চরের ফসল। একজন বিবেকহীনা পথ দেখায়, নতুন পৃথিবী আমায় হাতঝানি দিয়ে ডাকে। এই খানে ঘাস তরুলতা জন্মে  হাজার বছর ধরে ওই পাড়ে ব্যাবধান কিছু আছে আমি পুরোনো ফাইল ঘেটে বলছি তবে।