সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রুদ্র ম আল -অামিন এর ছোট গল্প,একটি ভ্রুণ

রুদ্র ম আল-আমিন এর ছোট গল্প          "একটি ভ্রুণ " মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতাগুলি রোমান সাম্রাজ্যের সময়ে বিলুপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে এই এলাকাগুলি ইসলামের অধীনে আসে। ফলে এলাকাগুলির বর্তমান সভ্যতার সাথে প্রাচীন সুমেরীয় বা মিশরীয় সভ্যতার কোন মিল নেই। অন্যদিকে ভারতীয় সভ্যতা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মোটামুটি অবিকৃত রয়ে গেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ লোকের বাস এখানে। এই বিশাল এলাকাটি ইতিহাসের খুব কম সময়ের জন্যই একটিমাত্র শাসকের অধীনে ছিল এবং তা-ও পুরোপুরি নয়। বর্তমানে এলাকাটি পাকিস্তান, ভারত, নেপাল, ভূটান,বাংলাদেশ শ্রীলঙ্কা ও মায়ানমার রাষ্ট্রগুলিতে বিভক্ত। বাংলাদেশ মাত্র ৬৮ হাজার বর্গ মাইলের একটি দেশ সভ্যতা আর বিবর্তনে কোন অংশেই কম নয় এই দেশের একজন সাধারন লোক যার জন্ম বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী,  একজন ভূস্বামী (জমিদার) ছিলেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটি ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দিন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমি

হিজলের ফুল

" হিজলের ফুল "              রুদ্র ম আল আমিন আবার হয়তো ফিরিব তোমার পথে পায়ের কাঁটা আলগা করিও,,,, তোমার বাড়ি গেলে ।। প্রেমের  কাঁটা বিধেছে প্যান্ট  আর মোজায় কি করে তুলবে তুমি সবাইকে ফাকি দিয়ে।। ট্রাই  আর ট্রাই  নেই,,,,,সাদা জামাখানি, ধুসর,,বাদামী রংয়ে,,,,,,, ছুয়েছে কপালের তিলক,কাটা দাগেও।। সর্ষের ভুত, হিজলের ফুল,,,আনিয়াছি, তোমায় দেবো বলে ।। রাসের মেলা বসে নাকো আর, চৈত্রী  মেলায় রেশমীচুরি, আলতা কিনিবো আবার কি ফিরিব  তোমার পথে । রাত্রি দিপ্রহর হবে,,,,,, কাক ডাকা ভোর হলে হতো,কি যে করি বলো।। ২৪/০৭/২০১৬

কবিতা,,বন্ধু আমিও

               বন্ধু আমিও         রুদ্র ম আল-আমিন বন্ধু! তোমার এত ভয় কোথায়,,, এই পবন দিয়াছে সাক্ষ্যপ্রমাণ, কস্মিনকালেও ভুলিব না তোনায় ভালবাসিব হাজারো জনম জনমের তরে কোন পথে যাবো বন্ধু? বব্ধু! তুমি কি ভুলিতেপারো? বিব্রত হতে পারো  কখুনো বা আবেগ খামচে ধরেছে তোমায় যেতে হবে বহুদুর,কোন পথে যাবে, বব্ধু! তোমার কি যাবার পথ আছে? বন্ধু! কতকাল ভালবাসবে আমায়, না হয় সহস্র বছর আরো অধিক,,,,, তুমি আসবে না আমিও কেনই বা এই মনের আদানপ্রদান বন্ধু! তুমি কি ভুলিছ আমায়? বন্ধু! কতবার বলিব ভালবাসি, ভালিবাসি, ভালবাসি,তুমিও,,, অথচ দেখ,জীবন যৌবনের মাঝে কে যেন দাড়ায়ে হাসে অবিরত,কথা বলে বন্ধু কেন এমন হয় প্রতিক্ষণ। বন্ধু! আমি   তো তোমায় দেখিনি তুমিও কেন দেখা হয় না? হতে পারে না চিরকাল, কতকাল পরে দেখেছি তোমায় মিলন বাসর রচে,,, বন্ধু তুমি কি ধরিত্রী গৃহে র'বে। বব্ধু! এখানে  ততস্থান  নেই,,, কোথায় যাবে এতকাল পরে আমি যে পৌরষকাল ধরে অপেক্ষায় এখানে,না-না-না!ওরা যে আমায়,, বব্ধু ফিরে যাবে আবার, আবার,,,,। বন্ধু! যদি হারিয়ে যাও তখুন আমিও April 10.2018

কবিতা,, তুমিও পারবে না

                  তুমিও পারবে না            রুদ্র ম আল-আমিন বারবার আমি বেচে যাই, কে আমায় বাচিয়ে রাখে? কিন্তু কেন? আত্মা আমায় থেকে দূরে চলে যায় আমি ফেরাতে পারি না কে ফিরিয়ে দেয় আমায়? কেন মৃতু আমায় নিয়ে খেলা করে আমি কি তার খেলার সাথী! হৃদপিনডে,, একটা ক্ষত এখুনও আছে,, ,ওটা নিয়েই চলতে পারি না তবুও চলছি খুরিয়ে  যতদুর যাওয়া যায়। এবার মগজে,,,, কেন কে করছে এসব? কেনই বা করে,,, কতবার মরব আমি!!!!! এবার তোনায়,ছারছি না ছেড়েতো দেখেছি অনেক কে কেন আমায় যন্ত্রনা দেয় বারবার। আমি জানি,,, বলব না তবে ছাড়ছিও না সব চাই,পৃথিবীর যত কিছু কেন সে দেবে না আমায়, কেন বাচিয়ে রাখে । আত্মা একজন কে দিয়েছি আমি জীবন আরেকজন,,,, মরন তোমার হাতে নিয়ে নাও যখন তখুন কেনই বা,পীড়া দাও আমায়, এবার কেনই বা এতবড় আঘাত থামব না যতক্ষণ চলতে পারি কেন দেবে না আমায়?  আমি কি কালের ঘর বেধেছি এখানে ছাড়ছো না কেন? জীবন কখুনোই নিডে পারো না ওটা ছাড়াতেও যেয়ো না আত্মা তার কাছে বন্ধি নুক্তিনাই কি আর নেবে আমায় থেকে? কেন কর বারবার  কুঠুরে আঘাত। কি চাও তুমি? সবকিছু কেড়ে নেবে,,,,,, পারবে বা কারন তোমার ক্ষমতা নেই।

কবিতা যৌবনের কথা

যৌবনের কথা"         রুদ্র ম আল-আমিন একখনড দামী কাগজে,,,, লিখছি আমার যৌবনের কথা,,, বলছি আমার প্রেয়সীর ঊদর মনের যন্ত্রবার কথা যৌবন অহর্নিশ বারেবারে খুজে ফেরে কখুনো সাদা  সারসের দলে নিশিথ যৌবনের কথা তারতরে নিজেকে অকাতরে বিলিয়ে কতকাল পরে দেখা,,,  প্রিয়! ফের কি দেখা হবে? সবুজ ঘাসের মাঠে দাড়িয়ে একা,, অনেক কথাই ভাবছি তখুন রাঙা বিকেল টগবগে লাফিয়ে বেড়ায় ্ সে তো ফিরিবে,, কিনতু আমি তো ফিরি না, কেন বব্ধু? তোমার অংকিত মন লাগামহীন ঘোড়ার মত ছুটে চলা কবে একদিন ফুরিয়ে যাবে আমি কি তখুন আবার আসিব তোমার কাছে। ধবল বকেরা সারি সারি পথচলে বলে যায় প্রেমে মোরা সকলই কাদে আমি কি কাদিব তখুন আমি কি আর পাব না যৌবনা মন প্রেয়সী, আমি লিখিব আমি লিখিব তোমার আমার  য়ৌবনের কথা। April 09.2018
             "আমি তো জলছি"           রুদ্র ম আল-আমিন আমার পৃথিবী অন্ধকারময়,,,,, একটা অচেনা শরীর পতিকুলতায় বেচে থাকতে চায়। আয়নায় তার জীবন মিটিমিটি হাসে, পিঞ্জর ছিরে রক্তশ্বেত বহিতেছে ক্ষণিক আগে। দুরকেবলার পথে ফিরিব হয়তো বা আগামীদিনে এখন ধানকিনি মাছেদের দলে সহসা সময় পেরিয়ে যায় এক এক করে। তীথের পথে একলা চলিব কোন পায়ে হেটে মরন সহসাই বেধেছে আমায় তারতরে। গল্পদুটোই পথিক জেনেছে নিজেকে সমারপন করেছিল একজনে কবে দেখা হবে তোমরা কি কেও জানো? একটা অন্ধকার পৃথিবীর মায়া আমি তো জলছি হাজারো বারঃবার। April 09.2018