সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাত্রি দিপ্রহর

" রাত্রী দিপ্রহর" ,,,,,,,,,,    রদ্র ম আল আমিন সকাল বেলা দৃষ্টিনন্দন কারো বা চোখে,, কারো বা বিকেল,,, দুপরটা আবেগ আর ঘনঘোরে মোদের। সুপ্রীতি! আমার প্রেয়সী হ'য়ে,,,, রাত্রীটা আলো জলমল করে  ওদের ঘরে,,(মনের ঘরে) যেনো উনমাদ তরুনের দল, সাঁখা আর সিধুর হাতে ক'রে ঘুরে বেড়ায়।। ক'টা জীবনের জলরঙ,,,,,,,, একেঁ যায় কার বা ঘরে, রাত্রী  দিপ্রহর। এখুন বয়সের ভাড়ে নুয়েছে আমার,,, শরীর মন, কালের কস্মিন সাক্ষী হয়ে। সুপ্রীতি!  ফের কি সকাল হবে? 30/01/2017

রুদ্র ম আল- আমিন এর কবিতা,, শিল্পী'র প্রেম

" শিল্পী র প্রেম " রুদ্র ম আল আমিন শিল্পী র প্রেম হসপিটালের কেবিনে,,, শুয়ে শুয়ে ভাবছি অনেক বার, সাদা কাপড় বুকেতে জড়ায়ে থাকি, মনে হয় যেনো,,,, তাকে ছেড়ে যাচ্ছি চলে, আর আসব না। হিমালয় থেকে কালীঘাট, বাজার থেকে বেশ্যাখানা,, বাড়ি থেকে হসপিটালের কেবিন। নার্সের সেবা, ভালবাসার একটু দুরে, তাঁর থেকে অনেক অনেক দুরে,,, কেবিনে ঘুমের মধ্যেই,,,, সে যাচ্ছে  আমায় ছেড়ে,,, আমিও তবে চির কালের জন্য। নার্সের মধ্যে গুলিয়ে ফেলি,,,,,,, দেখি কারো জন্যই অপেক্ষা নয়, এবং,, আমার  জন্যও নয়,,,, সে এখুন,  নতুন কারো হাতের অপেক্ষায়। আমি কিনতু ফিরবো,,,,,, পথের মাঝখানে দাড়ানো ওর জন্য,,, তুমি না সে,,,,, থাকবে তখুন,,, আমি আবার ফিরে আসব তোমাদের জন্য। 06September 16

Rudro M Al-Amin's poem,, ARTIST'S LOVE

"Artist's Love" Rudro M. al-Amin Artist's love cabins, at the hospital Many times I lie down, I clothed in white clothes, It seems like, I'm leaving him, and I will not come. Himalaya to Kalighat, Whipping, from the market Hospital cabin in the house. Nurse services, a little away from love, Far away from him, In the cabin, sleeping, She leaves me going, I am also forever. Confused in the nurse ;,,,,,, I do not have to wait for anyone, And, not for me, too, He's here, waiting for someone's hand. I will return, ,,,, For him, standing in the middle of the road, You do not, he I'll be back again for you. 06September 16

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, নন্দিতার চিঠি

" নন্দিতার চিঠি"                   রুদ্র ম আল আমিন চিঠিতে  নন্দিতা শেষবার বলেছে,,, " তোমাকে হারাতে ইচছে করছে না " একটা জলরাশি মেঘ, সবসময়  কাদায়, মাঝে মধ্যে একটা উদাস বাউল,, কি সব বলে যায়  আমায়। বেহালার করুন সুরে,,,,,,, থমকে যা্য় আরেক পৃথিবী। নীল শাড়িটা ওর প্রিয়,,,,,, নন্দিতা এই শেষবার বলল ঃ " যেনো তার মধ্যেই বেচে থাকি " স্মৃতি আর যনত্রনা,,,, আজ বিবেকের খুব কাছে থাকে, স্মসান ঘাট থেকে বাড়ি ফেরা,, চিঠিটা বুকের বাম কোনায়,, একটা জলনত সিগারেটের  ধোয়া, ধবধব করে জলছে,,, কেনো হারিয়ে গেল নন্দিতা?  আজি মনে হয় যেনো, একটা চিঠি,,, ওপারে ডাকছে আমায় আপন মনে,, আজি ছেড়ে দাও পথিক বন্ধুওপারে যে, আমায় যেতেই হবে তোমাদের ছেড়ে।

রুদ্র ম আল-আমিন এর কবিতা,,, বালুচর

"বালুচর" ,,,,,,,,,,,,  ,রুদ্র ম আল-আমিন এই বালুচরে, বসতি ঘরে,,, কে আমায় করিছে পর? খেঁকশিয়াল আর বুনো হাঁসের পালে জড়ায়ে রয়েছি কতক কাল ধরে। বিলের ডোবায় দাড়কিনি মাছ কিলবিল করে মরে, ইহাদের পালে সাদা সারস,,, বেশ ভালো আছে দু বেলা খেয়ে। খরের চাল বেয়ে নুয়ে পরে জল নতুন বধু রং মেখে করে ঢং। মাঠের পরে মাঠ বেয়ে যায় শিশু জল ভরে গামছায় সমস্ত নারীই দু'কুল। আমায় করিছে পর, জলের ধারা নতুন বধু এখুন পুরোনো হয়েছে, দাড়কিনি মাছ এসেছে ফিরে,,, কিন্তু আমি যে এখুন পরের ঘরে,   কে আমায় করিছে পর? সমস্ত দু'কুল  ভেংগে, এখন শুধুই বালুচর। November 21.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, কতদিন দেখিনি তোমায়

" কতদিন দেখিনি তোমায়  " রুদ্র ম আল আমিন রিতা ; কতদিন দেখিনি তোমায় ,,, আমার বিভেকের কাছে,, নিজের মধ্যে, আপন ব'লে , কিছুই   তো দেখিনা আমি।। খুব ভোর বেলা স্নান করতে,,,,, দু' একবার, নিয়েছো আপন করে, আমি নাকি আগের মতোই ভালবাসি তোমাকে। চুল গুলো সিল্ক করেছিলে,,,,, আমায় করেছিলে ব্রাউন,,,, বাউনডৃলে হ'য়ে  গেছি আজ ।। নীলখাম গুলো  যতনো করে রেখেছি, ওগুলো চিতায়  দিতে চাই,,,, দাউ দাউ করে জলবে,  ভেবেছি একবার।। আমি তো আর আপন নই তোমার,,,, যে আছে, সেও তো না,,,,, কবে ফিরবে রিতা, আবারও ভোর বেলা। কতদিন  দেখিনা,, আর কি হবে না দেখা? কতদিন দেখিনি তোমায় ,, ।।

রুদ্র ম আল- আমিন এর কবিতা,,, কৈলাস যাবি

"কৈলাস যাবি" ,,,,,,,,,,রুদ্র ম আল- আমিন কতদূর যাওয়া যায় একলা পথে,, কতদূর, কতদিন দেখিনি তোমায় আবার কি দেখা হবে। কৈলাস যাব ভেবে ছেড়েছি আঙগিনার দার পায়ের পাতা ফসকা পরেছে এবার না হয় থাক। একলা যাব, একলা পথে,, সঙ্গী হবে ওপারের ডাক যে এসেছে আমার, তুই না হয় এপারেই থাক। দিঘির জলে এবার লাল পদ্ম ফুটেজে কেবল শালুকের ড্যাব কুড়িয়েছি ছেলেবেলা এখন কি আর সাধ্য আছে। ঝিনুকের মুক্তা কুড়িয়ে দিয়েছি তোমায় বড় হয়ে আমায় তার শোধ দেবে ব'লে, কোথায় রে তুই ঝিনুক মতি। কৈলাস যাবি আমার সাথে,,,   কতদূর, কতদূর যতটা না পথ তার থেকে যে বহুদুর। OCTOBER 19.2017

রুদ্র ম আল-আমিন এর কবিতা,, সাধীনতা

"সাধীনতা" ,,,,,,, রুদ্র ম আল-আমিন সাধীনতা!          তোমার রক্তে ভেজা বাঃলা,,,                     দুখিনী মায়ের দুঃখের জগদ্দল পাহাঢ়।           রাইফেল কাঁদে তুলে নেই,,        টগবগে দেশ মুহুর্তে কাঁদে,               ওরা বলে,আমি না কি দেশদ্রোহী?             মা,মাগো সাধীনতা কি? সাধীনতা !            তোমার রক্তে দু'ভাগ করেছি মাটি,,,                      আজি দালালেরা মুক্তিকামী,             মুক্তিকামী দালাল,                 ছেড়া পাতা মর্মর ভাজে,,ধুসর পানডুলিপি           প'রে আছে ঘরের এককোণে। সাধীনতা!               তোমার পায়ে রক্ত নদী বরফ গলে,,                          ছিনিয়ে নিয়েছি এই রাজবাড়ি।                যেথায় বসিবে যে সেই দেবী,,,,                 আমিই দেবী, আমিই দেবী,, আমিই দেবী,                       আমিই এই ভ্রম্মান্ধের দেবী,,                   বাকিসব পূজারী,,,,  মাগো এরা কি বলে? সাধীনতা!              তুমি হায়েনার বিষদাঁত, গোলামীর দাশ,,,                      তুমি মনিবের রাখাল, রাখালের গরু,            তুমি ছলনার বেদী, ঘর পোড়া গরু,,,            

রুদ্র ম আল- আমিন এর কবিতা,, কালি

কালি ,,,,,রুদ্র ম আল-আমিন লক্ষ্মী পেচা মুখ দেখেছে,,,, আঁচিল খানি ধবধবে তাঁর, তাঁর লাগি যে যাস, ঠাকুর দেবে মন্র ফুঁক „ গাঁয়ে পরবে কালি দুক তোর গড়াতে দেশ,,তোর কথাতে শেষ। তার কাছে আর যাসনে তুই, ওর গায়ে যে কালি, লেপটে যাবে সারা গাঁ,,, তোর কাছেই আজ বলিঃ চন্দ্র শেখর বাবু আছে,,, আরেক বাবু বিলেত থাকে, কার মনেতে রয় যে সে,,, কার কথা বা বলিঃ রাত্রি হ'লে ঝোপের পাশে,, হুলো বিড়াল খাবার খোজে,,,,, রয় না ঘরে, বায়না ধরে চন্দ্র শেখর বাবু আসে, সারা গাঁয়ে কালি দেবে, তোর বা কথা  কি? November 27.2০17
Ink ,,,,, Rudra m al-Amin Lakshmi Parcha face views ,,,, He is very angry with her, He felt that Jas, Thakur will give a blown sound " Ink Duck The country, in your words, ends up in your words. To him, The ink on her, The whole house, Today I say to you Chandra Shekhar Babu is ,,,, Another baby is in bed, Whoever believes that he is, Who or what? If the night is beside the bush, Hull cat eating, looking, food Do not live in the house, keep on saying Chandra Shekhar Babu comes, Will give ink all over the corn, what is your words?  November 27, 2007