সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্ধু

" বন্ধু " রুদ্র ম আল-আমিন বন্ধু!  তুমিও এতটা স্বার্থপর,,,,, জানো, আজকাল সবকিছু হঠাৎ হঠাৎ ভূলে যাই, এসব আমি শিখেছি তোমার কাছে। রাত্রী গভীর হয় তারা-রাও লুকোচুরী খেলে,,,,,,,, একদিন আমিও ঠিক এই রকম,,,,, আচ্ছা বন্ধু! তোমার ওখানে অমাবস্যা হয়? সেইরাতে, যে রাতে আমায় দেখেছিলে এখুন সেসব কষ্ট এই যেমন ধরো,, রবি ঠাকুরের  কষ্ট লাল, নীল, কাচা হলুদের কষ্টের কথা লিখেছেন। বন্ধু!  আমি কোন কষ্টের কথা লিখবো তোমায়? June 16.2019 https://rudromalamin.wordpress.com/2019/06/16/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/

রক্তভেজা ছেঁড়া সার্ট"

" রক্তভেজা ছেঁড়া সার্ট"             রুদ্র ম আল-আমিন মা, ঐখানে বাজানে ঘুমায়ে রয় ঐখানে দিদি: রাত্রী হ'লে আমি ক্যান ঘুমাতে পারি না বাজান দিদিকে ছেড়ে? শুনেছি বাজানের মেলা শত্রু ছিল, একদিন আমি, চিনিব তাহাদের কেমন করে? বাজানের রক্তভেজা ছেঁড়া সার্ট তুমি দ্যাখোনি সে সব,,, জানো, আমি দেখেছি বাজানের মন্ডু যেন আমায় আজো বলিতেছে ছাড়িস না বাবা, ছাড়িস না তুই ওদের। মা! ওরা কারা ছিল? দিদি, সারারাত গল্প শোনাতো, ঘুমের ঘোরে চিৎকার করতাম, বলতামঃ দি-দি-দি--দি---- আমার সেই দিদি আজ ঝোপের ধারে শুয়ে থাকে মা, আমিও থাকতে চাই দিদির পাশে? শকুনেরা ছিঁড়ে খেল দিদির দেহ বিবস্র দিদি উঠোনের কোলে বলো মা এই সব আমি ভুলিব কি করে? কাকা, নির্বাক কন্ঠে বাজানের নিথর দেহটার পাশে তখুন। সেদিন আমার বাকরুদ্ধ! বলো মা,মাঝরাতে তুমি ক্যান সেইদিন মামা বাড়ি গেলে? 02February 2019

এই কে তুমি

” এই কে তুমি? ” রুদ্র ম আল-আমিন এই কে তুমি? আমি তো তোমায় সারাক্ষণ সাজগোজ দেখি। যখন উনুনে ভাতের হাড়ি, কিম্বা রোদ্দুরে ধানের খরকুটো ঝারতে দেখি, মনে হয়, এ নারী আর যাই হোক সেই নারী নও তুমি। একখানা শাড়ী কিনিবার ছলে যখন লয়ে যাই কেজির মোড়ে, লোকের ভীরে জরসর হয়ে থাকো যেনো আলগোছে। বাড়ী ফিরে মূর্তবেশে বিমুখী হইয়া যাও লাল শাড়ী নজর কাড়িবে বলে। বিছানায় ওপাশ ফিরিয়া চোক্ষের দুইকোণে জলদানা গরিয়ে পরে সতী! তবে তোমার মধ্যেও কি,, আর কেহ বা বসবাস করে? June 01.2019