সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

   "করতোয়া"              রুদ্র ম আল-আমিন

   "করতোয়া"              রুদ্র ম আল-আমিন করতোয়া! সেই কবে এসেছিলে একদিন নিলিমার ঐ দু’চোখ ভরে দেখেছে কে বা কারা । তোবু ও শুনিলাম, এই যে অশথ বহুপায়ে দাড়িয়ে নিরিবিলি তোমাকে সোনালী আগুনের ঢেউ, দুর নক্ষত্র এ পথে আসবে কি কোন দিন আষাঢ়ের বৃষ্টি ছোয়া, হালকা বেগুনী রঃ নীলাভ পৃথিবী, ছোট্র একটা মন নিরিবিলি কথা, খোপায় তারাফুলের গন্ধ নিয়ে বৃষ্টি বারে এসো! এসো হে করতোয়া! ভোতা মাটির মতোন, কখুনো বা ডুমাপড়া কিশোরীর হাঁসির মতোন শুধুই একটি কচি ধানের শীষ করতোয়া! ফিরে এসো নিলিমার ঐ দু’চোখ ভরে দেখে যাও করতোয়া ফিরে আসো!

"আজো রেখেছি মনে " রুদ্র ম আল-আমিন

"আজো রেখেছি মনে "                রুদ্র ম আল-আমিন রিতা!  আজো রেখেছি মনে ইটের গায়ে গা মেলে দিয়ে নিজেকে সমার্পণে। বেশ জানি, আমায় ভুলে গেছো তুমি। কেনো যে, গিয়েছিলাম সে'বার তোমার বাড়ি, ইচ্ছে করেই তাহারে আপন করি। তখুন ইটের দেয়াল ঘিরে চৌচির হয়েছিল বুকখানি। শহরের অচেনা পথে আমায় হাত ধরে টেনে তুলে, বলেছিলে,, "কোথাও যাবো না তোমায় ছেড়ে। ইহা আজো রেখেছি মনে কবে ফিরিবে? কেউ কি বলিতে পারে। September 20.2018

রুদ্র ম আল-আমিন এর কবিতা, অনেক বছর পরে

           "অনেক বছর পরে"                         রুদ্র ম আল-আমিন অনেক বছর পরে দেখা হলো ব'লে আবার আসিলাম, তোমার কাছে। কোনসে পথে রহিয়াছো পরে তোমায় দেখিনাই সহস্র বছর ধরে। আজি প্রভাতে হঠাৎ,,, হৃদয়ের পিনালকোডে জাগিলো ব্যাথা, শুনিলাম, অাসিয়াছো বাড়ি অনেক বছর পরে।             "আবার কবে যাবে চলে?" এই বুঝি ছেলে তোমার           যে আমায় কাকু কাকু ব'লে ডাকে। যেয়ো না কিন্তু আমায় ভুলে। বাবায় তখুন বাঁধ দিয়েছিলো মায়ের কপাল ছুঁয়ে, তখন কি বুঝিতাম তোবু মায় যাবে মরে। আজো শুন্য গোয়াল রয়েছে প'রে গোয়ালের গরু না খেয়েই গিয়াছে মরে। তোমায় পাইনি ব'লে হয়তো মায় বাপ হতেও পারে বেহেস্তবাসী তবে। কারন,আমি তাদের কথা রাখিয়াছি অক্ষরে অক্ষরে মনে। চাল চুলো নেই সংসারী কে আর হবে? যদি পূর্ণজন্ম ঘটে, রহিলাম পথপানে চেয়ে তোমার সঙ্গী হবো। অপেক্ষা করিও সেইদিন তুমি আবার জন্ম নেব কহিলাম তোমায় শপথ করে। সেদিন যেয়ো না কিন্তু ভুলে। September 20.2018

রুদ্র ম আল-আমিন এর কবিতা, বায়োস্কোব

               "বায়োস্কোব"            রুদ্র ম আল-আমিন আসিব না ব'লে,, কতবার লিখিলাম চিঠি, প্রাপক ভুলিয়া গেছে প্রেরকের স্মৃতি। অনেকবছর পরে হলুদের ধামে একটা ফটো রহিয়াছে মাটির তলে, কোদালের বায়ে উৎরায়ে সবে মন্ডু কাটিয়া কান্নায় জরজর মলিন মুখখানি ভরে। হলুদ হলুদ বসন্তসখা তাহারে পড়িছে বেশকরি মনে সখার সখী কাদিছে আজি সহস্র বছর ধরে। বেতবুনিয়ার হাটে নেবুজল লয়ে বায়োস্কোবে খুজিছে খুব করে মনে মনে। রাজার কুমার আসিয়া লয়ে যায় যারে তাঁর সাথে দেখা হয় পূর্ণজন্ম হলো ব'লে। কাটামন্ডুখানি ধরি প্রেরকের বানী শুনাইতে লাগিল উঠোনভরি। তাহার চরণে প্রণাম করি সারাগাঁ ধরি প্রাপকের সন্ধান করিতে কেহ কি পারি? September 11.2018

    " স্মৃতি "        রুদ্র ম আল-আমিন

                " স্মৃতি "        রুদ্র ম আল-আমিন আবার কবে দেখা হবে এমনি করিয়া আঙগিনার দোরে। চাহিলাম যাহা পাইনি কোথাও তাহা কবে ফিরিবে আবার দোরে? যে যেথায় যেদিকে যাক না ভোরে কবে পাহিবো  তোমায় আপনার করে। একমুঠো স্মতি দুয়ারে দুয়ারে ফিরি হেথা নয় গো সখী অন্য কোথাও যাইতেও পারি, কেমনে ভুলিব আমি আজি আঙগিনার আঁখি। দোর খোল মনা সূর্যি আসবে গৃহে আমি যে যুবা রহিয়াছি তর তরে কবে দেখা হবে, আবার কবে? বলিয়া যাস কিন্তু রহিলাম তর পাণে চেয়ে। যদি পালাইতে চাস বা কোবু আমি যে মরিবো ইহাই বা কাহরে বলি, যাস না কিন্ত চলি। September 10.2018